একজন মানুষের সঙ্গে এক জিনের সাক্ষাৎ ঘটে। জিনটা সেই মানুষকে বলে, ‘এসো, আমরা দু’জন মল্লযুদ্ধ করি। যদি তুমি আমাকে পরাজিত করো মানে নিচে ফেলে দিতে পার, তবে আমি তোমাকে এমন একটি আয়াত শিখিয়ে দেবো যে, যদি তুমি বাড়ি গিয়ে ওই...